
অ্যামাজন প্রাইম ভিডিওর ‘দি ফ্যামিলি ম্যান’- সিজন টু-এর সূত্রে দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি ইদানীং চর্চার মধ্যে রয়েছেন। তিনি সেখানে শ্রীকান্ত তেওয়ারি (মনোজ বাজপেয়ী) চরিত্রের স্ত্রী সূচির রোলে অভিনয় করেছেন। প্রশংসাও পাচ্ছেন। এহেন প্রিয়ামণি কিন্তু আজকের নন, রুপোলি পর্দায় কাজ করছেন অনেকদিন ধরেই, মূলতঃ দক্ষিণী সিনেমাতেই। জানেন কি, তিনি কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গেও? শাহরুখ, দীপিকা পাড়ুকোনের জনপ্রিয় ছবি চেন্নাই এক্সপ্রেসের একটি বিশেষ গানের দৃশ্যে বলিউড সুপারস্টারের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। রোহিত শেট্টি পরিচালিত ওই ছবির ‘1234’ গানে। অভিনেতার পাশাপাশি মানুষ শাহরুখকে তাঁর দারুণ লেগেছিল বলে সম্প্রতি এক সাক্ষাত্কারে জানিয়েছেন প্রিয়ামণি। অবশ্য শাহরুখের ব্যক্তিত্ব স্পর্শ করেনি, বিনোদন দুনিয়ায় এমন মানুষ কমই আছেন। তাঁর ভক্তরা তো বটেই, সহ-অভিনেতারাও মুগ্ধ হন। সেটে শাহরুখ মানেই অফুরন্ত এনার্জি, পজিটিভিটি, দেদার মজা। খোলা হাওয়া। শাহরুখের সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রিয়ামণি বলেছেন, ওনার সঙ্গে সাক্ষাতের প্রথম দিন থেকেই দারুণ স্বচ্ছন্দ বোধ করি। শ্যুট শুরুর একদিন আগে গিয়ে পৌঁছাই। ৫ রাত টানা কাজ হয়েছিল। শুরু থেকে শ্যুট শেষ হওয়া পর্যন্ত একেবারে সুইটহার্ট লেগেছে শাহরুখকে। আমাদের বাকি সবার দারুণ খেয়াল রেখেছেন, কারও কোনও অসুবিধা হচ্ছে কিনা, দেখেছেন। শ্যুটের মাঝখানে আমরা একদিন ওনার আইপ্যাডে কৌন বনেগা ক্রোড়পতি খেলেছিলাম। উনি আমায় ৩০০ টাকা দিয়েছিলেন, যা আজও ওয়ালেটে রেখে দিয়েছি। এমন চমত্কার একজন মানুষ, যিনি আপনাকে সুন্দর অনুভূতি দেবেন। আর উনি তো আমাদর দেশের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। সফল মানুষ, কিন্তু সাফল্যকে মাথায় চড়তে দেননি। একেবারে স্বাভাবিক। আমার মনে হয়, উনি মানুষটা ওরকম বলেই ওনার ব্যক্তিত্ব, ক্যারিশ্মার জন্য ওনাকে বেশি ভালবাসবেন আপনি। দি ফ্যামিলি ম্যান সিজন টু চলতি মাসের শুরুতে রিলিজ হয়েছে। আন্ডারকভার স্পাইয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে প্রিয়ামণিকে।