
আইনত ডিভোর্সের আগেই নতুন প্রেম নিয়ে চর্চায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে নতুন প্রেমিকের সঙ্গে কাটানো জন্মদিনের ছবি। শ্রাবন্তী ও অভিরূপ নাগ চৌধুরীর এই ছবি প্রকাশ্যে আসার পরই এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেন তাঁর তৃতীয় স্বামী রোশন।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রোশন জানান, ‘বার বার এক ভুল করছেন শ্রাবন্তী। আমার অবাক লাগে পরিবারের সদস্যরা কীভাবে এই ভুলে উত্সাহ দিচ্ছেন!’ শ্রাবন্তীর ছেলে ঝিনুক ১৮-য় পা দিয়েছে। শ্রাবন্তীর ছেলের সঙ্গেও একটা সময় দারুণ সখ্যতা ছিল রোশনের। আজ সব অতীত। তবুও ঝিনুকের প্রতি আজও রোশনের টান অটুট আছে। রোশন এজানিয়েছেন, ‘এখনও অনেক ছোট ঝিনুক। ভালো খারাপ বোঝার বয়স হয়নি। তাই এখন মা যা করবে সব ঠিক মনে হচ্ছে।’
রোশন আর ও বলেন, ‘ব্যাক টু ব্যাক মুভ অন করা কী করে সম্ভব তা ভেবেই অবাক লাগছে’। তবে অভিরূপের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন এতো কিছুর মাঝেও রোশনের সাফ কথা, ‘আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই’।
কিছুদিন আগেই প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন নায়িকা। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেন অভিনেত্রী। অন্যদিকে, অভিরূপের জন্মদিন উপলক্ষে তাঁকে প্ল্যটিনামের আংটি উপহার দেওয়ার ছবিও সমানে এসেছে। যা ঘিরেই শুরু হয়েছে জল্পনা।