
বিশাল এক ওয়াল পেইন্টিং। রঙ তুলিতে তাতে আঁকা সোনু সুদের মুখ। তার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন এক কিশোর ও এক যুবক। সোনু সুদের অনুরাগী তাঁরা। কিন্তু ছবি তোলার সময় তাঁরা ভাবতেও পারেননি, তাঁদেরই ছবি ট্যুইট করবেন খোদ সোনু সুদ!

আজ নিজের ট্যুইটার প্রোফাইল থেকে দুটি ছবি শেয়ার করেছেন সোনু সুদ। সেখানে দেখা যাচ্ছে, বিশালাকার এক দেওয়াল চিত্রের সমানে দাঁড়িয়ে রয়েছেন ২ জন। ছবিদুটি ট্যুইট করে সোনু লেখেন, ‘আমিও এখানে একটা সেলফি তুলতে চাই।’