
ফের প্রেমে পড়েছেন সারা আলি খান! প্রেমে পড়েই সোজা সোশ্যাল মিডিয়ায় ঢাক পিটিয়ে স্পেশাল বন্ধুর ছবি দিয়ে ফেললেন সারা (Sara Ali Khan)। শুধুই কি ছবি দিলেন, সঙ্গে লিখে ফেললেন নতুন প্রেমের গল্প!
কাণ্ডটা হল, সারা তাঁর ইনস্টাগ্রামে আপলোড করেছেন একটি ছবি। যেখানে দেখা গিয়েছে এক পুরুষ বন্ধুকে জড়িয়ে সমুদ্র সৈকতে ভেজা শরীরে দাঁড়িয়ে আছেন তিনি। পরনে কমলা রঙের লম্বা ঝুলের জামা ও হট প্যান্ট। সেই ছবি শেয়ার করেই সারা লিখলেন, লাভ ইউ! সঙ্গে পুরনো দিনকে ফিরে পেতে চাওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন সইফকন্যা! কে এই পুরুষ? সারার শুধু বন্ধু নাকি স্পেশাল কেউ? সারা কিন্তু তাঁর ইনস্টাগ্রামে এই নিয়ে স্পষ্ট করেননি। বরং আকার-ইঙ্গিতে প্রেমের কথাই বলেছেন।
