শিল্পী শক্তি মল্লিকের হাতের ছোঁয়ায় বাস্তবায়িত হলো ধারাবাহিক অভিনেত্রী পায়েল সরকারের বোল্ড লুক

শক্তি মল্লিক – কল্যাণীর একটি মধ্যবিত্ত ঘরের ছেলে। পরিবারের নানা দিক থেকে চাপ শক্তিকে অনেক ছোট থেকে বাস্তব টা তারাতারি দেখতে সাহায্য করেছে। তার হাতের ক্যানভাস আসতে আসতে মেক আপ র রূপ নেয় কিন্তু শক্তির এই মেক আপ র পথটি মোটেই কিন্তু সহজ ছিলো না। নানা জায়গা থেকে নানা রকম অপমান শক্তির মধ্যে জেদ বাড়ায় আর সেই জেদ পরিণত করে মেকআপ আর্টিস্ট শক্তি কে। নামটি র সাথে তার কাজেও অনেক মিল।

হ্যা, ঠিকই ধরেছেন শক্তি তার সমস্ত শক্তি দিয়ে কাজকে ভালোবেসে মেকআপ কে নিয়ে গেছে এক অন্য ধারার রূপে। নিউজ আড্ডা প্রত্যেকটা দর্শক দেরকে জানাচ্ছে যে আপনারা মেক আপ আর্টিস্ট কে সম্মান করুন কারণ তারা এক একটা শিল্পী। শক্তির মতো মেক আপ আর্টিস্ট রা ইতিহাস রূপিয় এক একটা আর্ট সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকে বিক্রি না করে বরং তাদের কাজকে মর্যাদা দিন। এরকম আর একটা ইতিহাস রুপিয় আর্টের মর্যাদা পেল অভিনেত্রী এবং মডেল পায়েল সরকারের রূপে। বোল্ড লুকে ঝড় তুললেন পায়েল সরকার আর সেটি শক্তি মল্লিকের ক্যানভাসের ছোঁয়ায়।
