
সামনেই পুজো। দেখতে দেখতে গোটা এক বছর কেটে গেলো কিন্তু এই বারের পুজো আমাদের ধারাবাহিক অভিনেত্রী পায়েল সরকারের কাছে একটু অন্যরকম কারণ রিয়া গনের মেকআপে র ছোঁয়ায় পায়েল সরকারের একটি রয়েল নতুন লুক পাবলিশ হতে চলেছে খুব তারাতারি। নিজের জেদ কে অটুট রেখে, সবার কটূক্তি কে অগ্রাহ্য করে রিয়া গন প্রমাণ করে দিলেন উনি কারোর থেকে কোনো অংশে কম নন তাই তার কাজের ছোঁয়ায় ফুটে উঠলো একটি ওয়েস্টার্ন রয়েল লুক।
নিউজ আড্ডার তরফ থেকে রিয়ার জন্য রইলো অনেক শুভেছা ভালবাসা।
