Entertainment
Trending
স্বামীকে হারিয়ে মনের জোর করে বন্ধু করে আজ সাফল্যতম মেকআপ আর্টিস্ট – মৌসুমী বিশ্বাস

সামনেই পুজো। দেখতে দেখতে গোটা এক বছর কেটে গেলো কিন্তু এই বারের পুজো আমাদের ধারাবাহিক অভিনেত্রী পায়েল সরকারের কাছে একটু অন্যরকম কারণ মৌসুমী বিশ্বাসের মেকআপে র ছোঁয়ায় পায়েল সরকারের একটি রয়েল ব্রাইডাল নতুন লুক পাবলিশ হতে চলেছে খুব তারাতারি। নিজের জেদ কে অটুট রেখে, সবার কটূক্তি কে অগ্রাহ্য করে মৌসুমী বিশ্বাস প্রমাণ করে দিলেন উনি কারোর থেকে কোনো অংশে কম নন তাই তার কাজের ছোঁয়ায় ফুটে উঠলো একটি ব্রাইডাল ট্র্যাডিশনাল লুক।
নিউজ আড্ডার তরফ থেকে মৌসুমীর জন্য রইলো অনেক শুভেছা ভালবাসা। খুব অল্প বয়সে স্বামীকে হারিয়ে তিনি মনের জোর কিন্তু হারায় নি তাই তার ১২ বছরের শিশুর দিকে তাকিয়ে এবং পরিবার কে বন্ধু করে পায়েল সরকারের হাত ধরে হয়ে উঠলেন এক অন্যতমা, অতুলনীয়া মেকআপ আর্টিস্ট