World News
এবারেও পুজো মণ্ডপে ” নো এন্ট্রি”

গত বছরের মতো এবছরও পুজোর মণ্ডপে ” নো এন্ট্রি”। শুক্রবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। করোনা কালে পূজোর মণ্ডপগুলিতে যাতে কোনও রকমভাবে স্বাস্থ্যবিধি অমান্য না করা হয় তার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, গত বছরের মতো এবছরও পুজোর মণ্ডপে কেউই প্রবেশ করতে পারবেন না। তবে আদালতের এই নির্দেশকে শিরোধার্য করেছে রাজ্যও।
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেখানে বলা হয় দূর্গা পুজোর মণ্ডপে হাজার হাজার মানুষের ঢল নামে। যা খুবই বিপদজনক সাধারণের জন্য। তাই পুজো কমিটিগুলি ভিড় নিয়ন্ত্রণ করুক এবং করোনা বিধি মেনে পুজো হোক, এই আবেদন নিয়েই মামলাটি হয়।