
গত একমাসে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাঝেরপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভল্ট থেকে লোপাট হয়েছে প্রায় 33 লক্ষ টাকা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাংক ম্যানেজার উজ্জ্বল পাত্র টাকার হিসাব নিতে গিয়ে দেখেন হিসাব মিলছে না। তখনই তার সন্দেহ হয় কিছু গরমিল করা হয়েছে। এরপর হিসাব মেলাতে গিয়ে দেখা যায়, প্রায় ৩৩ লক্ষ টাকার গরমিল হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাংক গ্রাহকদের মধ্যে।
লোপাট হওয়া পুরো টাকাটাই গ্রাহকদের আমানতের টাকা। এই বিষয়ে ক্যাশিয়ার সৌমিক মল্লিককে জিজ্ঞাসা করায় তিনি কোনো হিসাব দিতে পারেননি। এই ঘটনার পরই ব্যাঙ্ক ম্যানেজার হাড়োয়া থানায় ওই ক্যাশিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার ওসি বাপ্পা মিত্র শুক্রবার ভোররাতে কেষ্টপুরের বাড়ি থেকে ক্যাশিয়ার সৌমিক মল্লিককে গ্রেফতার করেন।
শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ধৃত ক্যাশিয়ারকে। এর পেছনে ব্যাংকের অন্য কোনো কর্মী জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যাশিয়ারকে পুলিশি হেফাজতে নেয়ার জন্যক আদালতের কাছে আদেবন জানায় হাড়োয়া থানার পুলিশ।