
কথিত আছে অষ্টমী তিথি হলো সবথেকে শুভ একটি তিথি। এই তিথিতেই দেবী মা অসুর বিনাশ করেন এবং শুদ্ধ সত্তার আবির্ভাব ঘটে। দেবীর মূর্তি হয় রাজরাজেশ্বরী মত। এই দিন দেবী সমস্ত ভক্তদের মনের আশা পূরণ করেন এবং দুই হাতে আশীর্বাদ করেন প্রত্যেককে। পাড়ার মণ্ডপে মণ্ডপে রীতিমতো অঞ্জলি দেওয়ার ধুম পড়ে যায়। তার সাথে কিশোর-কিশোরীদের নতুন শাড়ী আর পাঞ্জাবি চোখে পরার মতো। ২০২১ এর অষ্টমী তিথির শুভ মুহূর্ত গুলি জেনে নিন।
অষ্টমী তিথি সূচনা
২৫ শে আশ্বিন ( ১২ ই অক্টোবর ) , মঙ্গলবার
সময় – রাত ৯ টা ৪৯ মিনিট
অষ্টমী তিথির সমাপ্তি
২৬ শে আশ্বিন ( ১৩ ই অক্টোবর ), বুধবার
সময় – রাত ৮ টা ৮ মিনিট
দেবী দুর্গার মহাষ্টমী পুজো
সকাল ৯ টা ২৭ মিনিটে, বারবেলানুরোধে সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে
এর সাথেই রয়েছে বীরাষ্টমী ব্রত, মহাষ্টমাদি কল্পারম্ভ এবং মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা।
সন্ধিপুজো
শুভারম্ভ – রাত ৭ টা ৪৪ মিনিটে
গতে বলিদান – রাত ৮ টা ৮ মিনিটে
সন্ধিপুজো সমাপন – রাত ৮ টা ৩২ মিনিটে
নবরাত্রির অষ্টমী তিথিতে আরাধনা করা হয় দেবীর মহাগৌরী স্বরূপের । সে ক্ষেত্রে আপনি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে পারেন নারকেল এবং গুড়ের তৈরি প্রসাদ। তারপর সেই প্রসাদ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করাকে অত্যন্ত শুভ কাজ বলে মনে করেন অনেকে।