শুট হয়ে গেল সানু দাসের তত্ত্বাবধানে অভিনেত্রী এবং সমাজ সেবিকা পায়েল সরকারের নতুন লুক

সানু দাস – এই মুহূর্তে আমাদের কলকাতার একজন বিখ্যাত মডেল কোঅর্ডিনেটর। খুব অল্প সময়ে পাকাপাকি ভাবে ইন্ডাস্ট্রির মধ্যে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। গতকাল দীপাবলি উপলক্ষ্যে শুট হয়ে গেলো কলকাতার স্পটলাইট স্টুডিওতে ধারাবাহিক অভিনেত্রী এবং উত্তর ২৪ পরগণা অঞ্চলের তৃনমূল কংগ্রেসের সমাজ সেবিকা এর সম্পাদক পায়েল সরকারের এক নুতুন লুক। তার সাথে শুটে সহযোগিতায় ছিলেন দুষ্টু মিষ্টি মেয়ে সুস্মিতা কর্মকার। সানু দাসের কথা আলাদা করে কিছু বলার নেই। উনি একাধারে যেমন মডেল হিসেবে ভূমিকা পালন করেছেন তেমনি আবার অর্গানাইজার।
সত্যি কথা বলতে এই যে দীপাবলি , মা র আরাধনা, এই আরাধনায় সবাই তো মা কালীর শুট করে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা মন খারাপ করে বসে থাকে। ঠিক ভাবে বন্ধু সঙ্গ পায় না বলে দীপাবলি উদযাপন করতে পারে না। দুটো নুতুন বন্ধুর ভালোবাসায় কি ভাবে ঘর আলোকিত করে দীপাবলি উদযাপন হলো সেই নিয়ে কনসেপ্ট। আর এই কনসেপ্টের সৃষ্টিকর্তা হলেন আমাদের সানু। আর যার মেকআপে এই তিন জন নুতুন ভাবে সৃষ্টি হয়েছেন তিনি হলেন লিটন দাস। লিটন দাস হলেন কলকাতার প্রথম দশ মেকআপ আর্টিস্ট র মধ্যে অন্যতম মেকআপ আর্টিস্ট। আর এত সুন্দর ফটোগ্রাফীর মাধ্যমে যেভাবে বাজারে ফুটে উঠেছে তার নাম হলো অরিজিৎ দত্ত এবং ড্রেস ডিজাইনে সম্পূর্ণা দে।