পায়েল সরকারের নিজের দাবী ওনার রাজনীতির জগতে তার সবচেয়ে বড় অভিভাবক বিধায়ক তাপস রায় নিজেই

আমাদের বরানগরের ভূমিপুত্র হলেন তাপস রায় আর সেই তাপস রায়ের তত্ত্বাবধানে পায়েল সরকার একের পর এক জোর কদমে উদ্যোগ নিয়ে অতুলনীয় কিছু সমাজসেবক কাজ করে চলেছেন। পায়েল সরকার মনে করেন রাজনীতি আমার কাছে একটা বড় মন্দির আর সেই মন্দিরে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় হলেন দেবদেবী।

তাই আমি এই কম বয়সে সব রকম বাঁধাকে অগ্রাহ্য করে পথে নেমে প্রত্যেক মানুষের কষ্টের জায়গায় নিজেকে বসিয়েছি কারণ পলিটিশিয়ান হতে গেলে যুব জিনিস টা খুব দরকার। রাজনীতির খেলা খুবই কঠিন আর এই কঠিন রাস্তায় আমি যদি ক্লান্ত হয়ে পড়ি তাহলে আমি সব থেকে বড় লুজার। হ্যা, আমার ক্লান্ত লাগে, কিন্তু তাপস রায়ের বলা কথাগুলো যখন নিজের মধ্যে শরণাপন্ন করি তখন আবার উঠে দাড়াই। আশা করছি, আগামী দিনে মানুষের কাছে নিজেকে আরো অন্যভাবে ধরা দিতে পারবো।
