
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে নারীপ্রাচার চক্রের পরিমাণ বেড়েই চলেছেন। প্রশাসনিক ব্যবস্থা যত টা পারছে তৎপর হয়ে কাজ করছেন কিন্তু এই প্রাচার চক্রের হয়ে আরো একটি নাম ভেসে উঠলো সেটি হলো ফটোগ্রাফার সায়ন্তন রয়। মাত্র কম বয়সের একটি ছেলে সব রকম বয়সের মেয়েদের কে মডেলিং এ চান্স করিয়ে দেবে বলে তাদের কে নিয়ে দেহ ব্যাবসা চালায়। শুধু তাই নয়, মঙ্গলবার ইতিমধ্যে ৫ টি মেয়ে সায়ন্তন র নামে লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ করে। সব মেয়েদের অভিযোগ হলো এই যে তাদের কে প্রত্যেক জনের কাছ থেকে ২০ হাজার করে টাকা নেয় এবং মডেলিং এ চান্স করিয়ে দেবে বলে রীতিমত বিছানায় শারীরিক হবার প্রস্তাব দেয়। কখনো পরিচয় গোপন করে সেজে আবার কখনো বা সায়ন্তন সেজে মেয়েদের কে নিয়ে এই ব্যাবসা চালাচ্ছেন।কোনো মেয়ে যখন রাজি না হয় তখন তাদের কে রীতিমত প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এই সায়ন্তন। শুধু তাই নয়, কিছুদিন আগে বিখ্যাত অভিনেত্রী পায়েল সরকার কে এই ছেলেটি প্রথমে দীঘা, মন্দারমনি শুটের অফার দেয় এবং বলে সায়ন্তন নামক ছেলেটি বলে যে যদি শুট করতে চাও তাহলে ১০ থেকে ১২ জন ছেলের সাথে তোমাকে আগে শারীরিক হতে হবে , তার পরেই শুট করতে পারবে। শুধু তাই নয়, তার আগে আবার একটি হলি শুটের অফার দেয় এবং প্রত্যেকদিন রীতিমত শুটের প্রস্তাব দিয়ে শেষ অবধি উনি ওনার নোংরা রূপটি দেখায়।পায়েল সরকার তৎক্ষণাৎ সব টি লালবাজারে জানায় এবং অফিসার জানায় যে আপনি যে ভাবেই হোক সায়ন্তন নামক ছেলেটির সাথে কোনো শুট করবেন না এবং ওনার পেটের ভিতর থেকে কথা বার করার চেষ্টা করুন। অফিসারের কথামত পায়েল সরকার চ্যাট চালায় এবং যাবতীয় পুরো স্ক্রীনশট লালবাজারে জমা পড়ে এবং তার সাথে ছেলেটির ফটো, ফেসবুক প্রোফাইলে র লিংক এবং মোবাইল নম্বর, সব ভয়েস রেকডিং জমা পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি খুব শীগ্রই অপরাধী ধরা পড়বে । ইতিমধ্যে শোনা যাচ্ছে উনি আবার একটি মেয়েকে ফিট করেছেন কলকাতার মার্কেট থেকে সব পুরুষদের সাথে শারীরিক করে তাদের কে টাকা লোটার। সত্যিই এরকম মানুষের থেকে সাবধান।
