প্রীতম এবং শুভ্রর পরিচালনায় ১৩ তারিখ হতে চলেছে কলকাতার সব থেকে বড় ফ্যাশন প্রোগ্রাম

সামনেই নববর্ষ। আর এই নববর্ষের পূর্ন লগ্নে কলকাতায় হতে চলেছে সব থেকে বড় ইভেন্ট এবং ক্যালেন্ডার শুট। এই সেটআপ স্টুডিও র কর্নধার প্রীতম এবং শুভ্রর পরিচালনায় এই ইভেন্ট ১৩ তারিখ বুধবার অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রোগ্রামের সব থেকে বড় আকর্ষণ হলো এই মুহুর্তে কালারস বাংলার মন মানে না এবং জয় জগন্নাথ ধারাবাহিকের অভিনেত্রী পায়েল সরকার এবং তার সাথে রয়েছে এক ঝাঁক মডেল, মেকআপ আর্টিস্ট দের হাড্ডাহাড্ডি লড়াই়। কি হবে এই লড়াইয়ের মঞ্চে আমরা কেউ জানি না। কে জিতে নেবে শ্রেষ্ট সম্মান ??
তার জন্য চোখ রাখতে হবে সরাসরি নিউজ আড্ডার পর্দায়। ১৩ তারিখ সকাল থেকেই আমাদের সমস্ত জায়গা থেকে লাইভ ওপেন হবে যেখান থেকে আপনারা সমস্ত দর্শক রা ঘরে বসে ভার্চুয়ালি প্রোগ্রামটি দেখতে পারবেন এবং আপনাদের পছন্দের বিজয়ীকে পছন্ড করতে পারবেন।
