প্রীতম হালদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল নববর্ষ নব সম্মান এবং বাংলার ক্যালেন্ডার শুট

সামনেই নববর্ষ। এই নববর্ষের লগ্নে বাংলার যুব আইকন প্রীতম হালদারের পরিচালনায় “সেটআপ স্টুডিওতে ” অনুষ্ঠিত হয়ে গেল বাংলার ক্যালেন্ডার শুট এবং নববর্ষ নবসম্মন বেস্ট লুক। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল টলি অভিনেত্রী পায়েল সরকার এবং অভিনেতা সুবান, উপস্থিত ছিলেন আরো অনেক মডেল, উপস্থিত ছিলেন কলকাতার বিখ্যাত সব মেকআপ আর্টিস্টরা।

পায়েল সরকার এবং শুবান জানায় যে, নতুন প্রজন্ম নিয়ে প্রীতম যেসব কাজ করছে খুবই ভালো প্রয়াস। ওর এই প্রয়াসের জন্য আমাদের সবার তরফ থেকে রইলো একটা কুর্নিশ। সুবান এবং পায়েল সরকার সবার হাতে তুলে দিলেন সেরার সেরা সম্মানের কিছু মুহূর্ত। সেরা মডেল, সেরা মেকআপ আর্টিস্ট পদে সবাই সম্মান পেলেন এবং আর দুদিনের মধ্যে রিলিজ হতে চলেছে বাংলার নববর্ষ ক্যালেন্ডার।
আমাদের সবার পক্ষ থেকে প্রীতম হালদারের জন্য রইলো অনেক ভালবাসা।

