Entertainment
নববর্ষের নব বৈশাখির নতুন লুকে পায়েল সরকার , সাথে অদিতির চমক

” নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে ” – নতুন বছর উজ্জ্বল হয়ে উঠুক। নতুন আলোয়, নতুন আশায়। সেই নতুন আলোয় মুক্তি পেলো মেকআপ আর্টিস্ট অদিতির ক্যানভাসে পায়েল সরকারের একটি রয়েল লুক। ” THE BLUSH MAKE-UP STUDIO & ACADEMY ” এর কর্নধার অদিতি, কলকাতার বিভিন্ন জায়গাতে শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রয়েছে ওনার ষ্টুডিও। নিজের জেদ কে অটুট রেখে, মনের মধ্যে সাহস নিয়ে আজ অদিতি হয়ে উঠেছেন একজন সঠিক প্রশিক্ষণ বার্তা।

প্রচুর ক্যান্ডিডেট আজ ওনার প্রশিক্ষণ হাউস থেকে বেরিয়ে বিভিন্ন নামি প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই নববর্ষের দিনে ওনার জন্য রইলো অনেক অভিনন্দন।