
আমাদের রাজ্যের কিছু শিল্পপতিদের মধ্যে যার নাম সর্বপ্রথমে উঠে আসে তার নাম হলো কোয়েলি দত্ত। দক্ষিণ কলকাতার মধ্যে যতীন দাস রোডের কাছে চুটিয়ে ব্যাবসা করে আজ সবপ্রথমে যে বুটিকের নাম উঠে আসে সেটা হলো কোয়েলিজ বুটিক। তাই তো এই নববর্ষের পূণ্য লগ্নে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পায়েল সরকার, কিন্তু শুধু উপস্থিত ছিলেন না তার সাথে সাথে এই বুটিকের সুন্দর একটি টিভিসি অ্যাড তিনি উপস্থাপন করলেন। কোয়েলি দত্ত হলেন আমাদের সকল নারীত্বের অঙ্গ এবং আমাদের নারীদের জন্য একটি অভাবনীয় উপস্থাপন। সব মহিলাদের ওনাকে দেখে শেখা উচিৎ যে কিভাবে নিজের জেদকে অটুট রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়।
views- 1,05,000